নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে শেষ হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেও কোনো লাভ হবে না।
Advertisement
কেন বাংলাদেশ আইসিসি টুর্নামেন্টে বারবার এমন ব্যর্থ হয়? অথচ ঘরের মাঠে বা দ্বিপাক্ষীয় সিরিজ হলে মাঝেমধ্যেই বড় দলগুলোকে হারিয়ে থাকে বাংলাদেশ।
শান্তও সেই বাস্তবতা মেনে নিচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টেনেটুনে ২৩৬ রানের পুঁজি। এই সংগ্রহ নিয়ে জেতার আশা করা কঠিন। তারপরও কিউইদের শুরুতে একটু কাঁপিয়েই দিয়েছিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
Advertisement
বোলাররা চেষ্টা করেছেন, তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা উচিত না বলে মনে করেন শান্ত, ‘বোলিংয়ে আমরা খুবই ভালো শুরু করেছিলাম। কিন্তু ওরাও (নিউজিল্যান্ড) পরে ভালো ব্যাটিং করে। বোলারদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারতাম না। তারা খুবই ভালো করেছে।’
শান্ত যোগ করেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করলেও ব্যাটিং–ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। একই ভুল আমরা বারবার করছি। এরপর থেকে চেষ্টা করব এই জায়গায় বদল আনতে।’
এমএমআর/এমএস
Advertisement