গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ১৬ বছর ক্ষমতায় থেকে যারা দখলবাজি ও চাঁদাবাজি করেছে তারা পালিয়ে যাওয়ার পরও এসব চলছে। এসব কারা করছে? এখনো চাঁদাবাজি ও দখলবাজি চললে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে।
Advertisement
শনিবার (১ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ পৌরসভা মাঠ প্রাঙ্গণে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ৬ মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রত্যাশার সবটুকু পূরণ করতে পারেনি। আমাদের মধ্যে মান-অভিমান থাকবে। গণ আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা তাদের আরও সময় দিতে চাই।
নূর বলেন, পালিয়ে থেকে তারা কর্মসূচি দিচ্ছেন। আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের দোসর কাউকে রাজপথে মিছিল করতে দেখলে প্রতিহত করুন। যারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।
Advertisement
সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কি। এসময় কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. আকাশ/আরএইচ/জেআইএম