নোয়াখালীর সুবর্ণচরে গাছের ডাল কাটার সময় নিচে পড়ে ইয়াছিন আরাফাত আরমান (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (১ ফেব্রুয়ারি) চরজুবিলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন উত্তর কচ্ছপিয়া গ্রামের ছাবিদ আলী মেম্বারের বাড়ির কৃষক খলিল উল্যাহর ছেলে। তিনি সৈকত সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী।
নিহতের বাবা খলিল উল্যাহ জাগো নিউজকে বলেন, বেলা ১১টার দিকে বাড়িতে কাঠবাদাম গাছে উঠে ডাল কাটতে গেলে হঠাৎ হাত ফসকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চরজুবিলী ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ দুলাল মিয়া জানান, ছেলেটি অনেক ভালো ছিল। আকস্মিক তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, বিষয়টি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ/জেআইএম
Advertisement