আয়করে বিপুল ছাড় দিয়ে বাজেট পেশ করেছে ভারত সরকার। নতুন এই বাজেটে সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগী কর্মীদের বাৎসরিক ১২ লাখ ৭৫ হাজার রুপি আয় পর্যন্ত কোনো কর না দেওয়ার সুযোগ পাচ্ছেন। শুধু বেতনভোগী মধ্যবিত্ত নন, সব ধরনের আয়ের মানুষের জন্য এই বাজেটে কর কমানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Advertisement
শনিবার (১ ফেব্রুয়ারি) ভারতের জাতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের এই বাজেটকে ‘সাধারণ মানুষের’ বাজেট’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ, বাজেটে মধ্যবিত্ত শ্রেণীর ব্যয় ক্ষমতা বাড়ানোর জন্য ব্যক্তিগত আয়করের হার কমানো হয়েছে।
আয়করের নতুন এই ব্যবস্থা আগামী অর্থবছর থেকে চালু হবে। উচ্চ আয়ের কর্মীরাও করছাড়ের আওতায় থাকবেন। বছরে ৫০ লাখ রুপি যাদের আয়, নতুন কাঠামোয় তারা ছাড় পাবেন ১ লাখ ১০ হাজার রুপি।
বাজের ঘোষণার পরে ব্যাখ্যা শুনিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই বাজেট দেশের উন্নয়নযাত্রাকে আরও মসৃণ করবে। বাজেটে সাধারণত সরকারি কোষাগার পূরণের চেষ্টা করা হয়, তবে এবার হয়েছে ঠিক উল্টোটা। এই বাজেটের লক্ষ্য, কী করে সাধারণ মানুষের পকেটে বেশি টাকা আসে ও সঞ্চয় বাড়ে।
Advertisement
বাজেট পেশ করার সময় ভারতের অর্থমন্ত্রী বলেন, নতুন করকাঠামোয় অর্থাৎ নিউ রেজিমে ১২ লাখ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না। আগে যে ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল ৫০ হাজার রুপি, এই বাজেটে তা বাড়িয়ে ৭৫ হাজার করা হয়েছে। ফলে ১২ লাখ ৭৫ হাজার রুপি পর্যন্ত আয়করমুক্ত হয়ে যাবে বলে দাবি করেছেন সীতারমণ।
এতদিন ভারতে বার্ষিক ৩ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হচ্ছিল না কোনো কর। বছরে আয়ের পরিমাণ তিন থেকে সাত লাখ রুপি হলে ৫ শতাংশ কর আরোপ করা হতো।এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই। সেই প্রত্যাশা পূরণ করে বড় ঘোষণা দিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারাম।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্থান টাইমস
এসএএইচ
Advertisement