আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০১ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য।

Advertisement

সহযোগিতা বন্ধ করছে সুইজারল্যান্ড, কী প্রভাব পড়বে বাংলাদেশে?

বাংলাদেশে অর্থায়ন বন্ধের ঘোষণা বাংলাদেশের জন্য সামনের দিনগুলোতে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করার শঙ্কা সৃষ্টি করছে। হুমায়ূন কবির বলছিলেন, বাংলাদেশে শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, নারী উন্নয়ন এমন অনেক ক্ষেত্রেই সুইস সহযোগিতাটা অনেকটা শর্ত ছাড়াই হয়ে থাকে। সে জায়গায় যদি এমন সহযোগিতা কমে যায় তাহলে সেটা বাংলাদেশের জন্য চাপ বাড়াবে বা কিছুটা শূন্যতা তৈরি করবে মনে করছেন তিনি।

বাংলাদেশিসহ ৪৯ অভিবাসনপ্রত্যাশীকে আলবেনিয়া পাঠালো ইতালি

আন্তর্জাতিক জলসীমা থেকে উদ্ধার করা বাংলাদেশিসহ ৪৯ অভিবাসনপ্রত্যাশীকে তাদের আশ্রয়ের আবেদন যাচাই বাছাইয়ের জন্য আলবেনিয়ায় নিয়ে গেছে ইতালির নৌবাহিনী। ইতালির আশ্রয়প্রার্থীদের আলবেনিয়া নিয়ে যাওয়ার তৃতীয় চেষ্টা এটি। বিতর্কিত এই কার্যক্রম নিয়ে আইনি লড়াই চলছে।

‘পরিবর্তিত’ বাংলাদেশ নিয়ে নেতিবাচক ধারণা কেন কলকাতার বাঙালিদের?

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী বলেন, কলকাতার মানুষের কাছে বাংলাদেশের এই ঘটনাপ্রবাহ কিছুটা অপ্রত্যাশিত ছিল। সে কারণে তারা কিছুটা হতভম্ব। আসলে কলকাতার শিক্ষাবিদ বলুন বা শিল্প-সংস্কৃতির জগতের মানুষদের সঙ্গে আওয়ামী লীগের লোকদের ঘনিষ্ঠতা বেশি ছিল। ফলে তাদের শাসনের বিরুদ্ধে যে জনমত তৈরি হচ্ছিল, তা যত শতাংশ মানুষের মধ্যেই থাকুক না কেন, সেটার সম্পর্কে এদিককার মানুষরা অবহিত ছিলেন না।

Advertisement

সব সীমান্ত চুক্তির প্রতি সম্মান দেখানো হবে: বাংলাদেশ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল

বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হওয়া বিদ্যমান সব সীমান্ত চুক্তিকে সম্মান দেখানো হবে বলে আশা করছে নয়াদিল্লি। শুক্রবার (৩১ জানুয়ারি) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণে যেভাবে রাজি হয়েছিলেন ড. ইউনূস

তিনি বলেন, আমি তখন প্যারিসে ছিলাম, অলিম্পিক আয়োজন নিয়ে কাজ করছিলাম। ঠিক সে সময়ই প্রথম ফোন আসে। আমি তখন হাসপাতালে ছোট্ট একটি অস্ত্রোপচারের জন্য ভর্তি ছিলাম। ফোনে বলা হয়, তিনি (শেখ হাসিনা) চলে গেছেন, এখন আমাদের সরকার গঠন করতে হবে। অনুগ্রহ করে আমাদের জন্য সরকার গঠন করুন। আমি বললাম, আমি এ বিষয়ে কিছু জানি না ও এতে জড়াতে চাই না।

১২ লাখ রুপি পর্যন্ত আয়ে কর না দেওয়ার সুযোগ পাবেন ভারতীয়রা

আয়করে বিপুল ছাড় দিয়ে বাজেট পেশ করেছে ভারত সরকার। নতুন এই বাজেটে সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগী কর্মীদের বাৎসরিক ১২ লাখ ৭৫ হাজার রুপি আয় পর্যন্ত কোনো কর না দেওয়ার সুযোগ পাচ্ছেন। শুধু বেতনভোগী মধ্যবিত্ত নন, সব ধরনের আয়ের মানুষের জন্য এই বাজেটে কর কমানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিদেশি সহায়তা বন্ধ করে নিজের পায়ে ‘কুড়াল মারছে’ আমেরিকা

গত ২৪ জানুয়ারি আমেরিকার পররাষ্ট্র দপ্তর প্রায় সব ধরনের সহায়তা বন্ধের নির্দেশ দেওয়ার পরপরই বিভিন্ন দেশের বহু ক্লিনিক বন্ধ হয়ে যায়, থেমে যায় এইচআইভি আক্রান্তদের ওষুধ সরবরাহসহ অন্য ভাইরাস নিয়ন্ত্রণের কাজ। একইভাবে স্থলমাইন অপসারণ, শরণার্থীদের সহায়তাও বন্ধ হয়ে যায়। সিরিয়ায় আইএস জঙ্গিদের বন্দি রাখা আমেরিকা-সমর্থিত কারাগারগুলো দুই সপ্তাহের জন্য ছাড় দেওয়া হয়েছে, এটি আপাতত স্বস্তিদায়ক হলেও তা খুবই ক্ষণস্থায়ী।

Advertisement

আরও তিন জিম্মিকে মুক্তি দিলো হামাস

আরও তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কেইথ সিয়েগেল, ওফেল কালদেরন এবং ইয়ারদেন বিবাস নামের ওই তিন জিম্মিকে দক্ষিণ ও উত্তর গাজার দুটি পৃথক স্থান থেকে মুক্তি দেওয়া হয়েছে।

দীর্ঘ ৯ মাস পর খুললো গাজার রাফা ক্রসিং

দীর্ঘ নয় মাস পর অবশেষে ফিলিস্তিনের রাফাহ সীমান্ত খুলে দেওয়া হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ জন গুরুতর অসুস্থ ও আহত ফিলিস্তিনি রোগী মিশরে চিকিৎসার জন্য রাফাহ সীমান্ত পার হয়েছেন।

সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

পরমাণু স্থাপনায় হামলা হলে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে, তা এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধ ডেকে আনবে। শুক্রবার (৩১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এসএএইচ/জেআইএম