অমর একুশে বইমেলা উপলক্ষে নানা আয়োজনে প্রস্তুতি সম্পন্ন করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য। এই বইমেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি ৫৫টি বিষয়ের ওপর তিন শতাধিক নতুন বই নিয়ে আসছে। সঙ্গে পাঁচটি নতুন রচনাবলিসহ মোট ২৪টি রচনাবলি এবং ২১০০ বই।
Advertisement
পুরো মেলা ঘিরে ঐতিহ্যের রয়েছে ব্যতিক্রমী কিছু আয়োজন। আয়োজনগুলো হলো—
ঐতিহ্যের ২৫ বছরে ২৫ লেখকের নতুন বই:
বিষয় বৈচিত্র্যময় বই প্রকাশের পাশাপাশি এই বছর ঐতিহ্যের ২৫ বছর, রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে ২৫ জন নতুন লেখকের প্রথম বই প্রকাশ করবে। বাংলা প্রকাশনায় এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ ও নতুন লেখকদের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রকাশনাটির বিশ্বাস।
Advertisement
ঐতিহ্যের ২৪ বছরে ২৪টি বাংলা ক্ল্যাসিক:
ঐতিহ্য তার ২৪ বছর তথা দুই যুগ পূর্তিতে গত নভেম্বরে বাংলা একাডেমি প্রাঙ্গণে একক বই উৎসবে প্রকাশ করেছে ২৪টি বাংলা ক্ল্যাসিক। অমর একুশে বইমেলা ২০২৫-এ ঐতিহ্য প্রকাশিত অন্যান্য ক্ল্যাসিক বইয়ের পাশাপাশি থাকবে এই ২৪টি বাংলা ক্ল্যাসিকও।
আরও পড়ুনআসছে হাসান আফীফের ‘তোমাকে শেষকৃত্যে নিমন্ত্রণ’পর্দা উঠল অমর একুশে বইমেলারঐতিহ্য রিডার্স ক্লাব:
‘ঐতিহ্য’ তার সূচনালগ্ন থেকেই পাঠকদের বই পড়ার অভ্যাস গড়তে এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যর নতুন উদ্যোগ—‘ঐতিহ্য রিডার্স ক্লাব’। যেখানে পাঠক মাত্র ২০০ টাকা জামানত প্রদান করে সদস্য হয়ে আজীবন বিনামূল্যে ঐতিহ্যের যেকোনো দামের বই পড়তে পারবেন। বই পাঠকের ঠিকানায় পৌঁছে দেওয়া এবং পরবর্তী বই পাঠককে দেওয়া এবং পাঠক থেকে বই নিয়ে আসার যাবতীয় খরচ ঐতিহ্যই বহন করছে এই কার্যক্রমে।
Advertisement
‘বিনামূল্যে বই নিন: বই পড়ে ফেরত দিন’ প্রতিপাদ্যে ঐতিহ্যের রিডার্স ক্লাবে এরই মধ্যে অসংখ্য পাঠক সাড়া দিয়েছেন। এবারের বইমেলায় যেকোনো পাঠক ‘ঐতিহ্য’ প্যাভিলিয়ন ২৮-এ এসে ‘ঐতিহ্য রিডার্স ক্লাব’ এর সদস্য হতে পারবে নির্দিষ্ট ফরম পূরণ করে।
বই কিনে ছবি তুলে বই জেতার সুযোগ:
মেলা প্রাঙ্গণে ঐতিহ্যের প্যাভিলিয়নের সামনে (প্যাভিলিয়ন ২৮) দাঁড়িয়ে ঐতিহ্য প্রকাশিত পছন্দের যেকোনো বই সংগ্রহের পর বইয়ের ব্যাগ হাতে নিয়ে ছবি আপলোড দিলেই, বইমেলা শেষে ছবি আপলোড দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২০ জন পাবেন শুভেচ্ছা উপহার—বই।
ফেসবুক পেজ ফলো দিয়ে ১ লাখ টাকার বই জেতার সুযোগ:
ঐতিহ্য ও ঐতিহ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ফলো দিয়ে পাঁচজন পাঠক দৈবচয়নে জিতে নিতে পারবেন ১ লাখ টাকার বই উপহার।
প্রিভিলেজ কার্ড সুবিধা:
৪০০০ টাকার বই কিনে পাঠক ঐতিহ্যের প্রিভিলেজ কার্ড হোল্ডার হতে পারবেন। ঐতিহ্য প্রিভিলেজ কার্ড হোল্ডাররা সারাবছর ঐতিহ্যের বইয়ে নিয়মিত ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ছাড় পাবেন।
অনলাইন গেটওয়ে পেমেন্ট:
মেলার কেনাকাটা সহজ করতে পাঠকদের জন্য থাকছে অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম। পাঠক চাইলেই QR স্ক্যান করে অনলাইনে মোবাইল ব্যাংকিংসহ ৩৬টি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
এমএইচএ/এমআরএম/জেআইএম