খেলাধুলা

ঘরোয়া ফুটবলে প্রথমবার এক মৌসুমে হবে পাঁচটি আসর

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে চলতি ২০২৪-২৫ ফুটবল মৌসুম থেকে বাদ দেওয়া হয়েছিল স্বাধীনতা কাপ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের পাশাপাশি এবার নতুন হয়েছে এক ম্যাচের টুর্নামেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ।

Advertisement

তবে আগামী ২০২৫-২৬ মৌসুমে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে দেশের ঘরোয়া ফুটবলে। প্রথমবারের মতো এক মৌসুমে হবে পাঁচটি আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি হবে চারটি টুর্নামেন্ট।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে নতুন মৌসুমে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সুপার কাপ ও সবশেষে শুধু স্থানীয় ফুটবলারদের নিয়ে হবে স্বাধীনতা কাপ। নতুন সূচিতে ফিরছে সুপার কাপ, এক মৌসুম ফাইলবন্দি থাকার পর মাঠে গড়াবে স্বাধীনতা কাপ।

সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, আমরা আগামী মৌসুমের খসড়া সূচি তৈরি করেছি। ১ জুন দলবদল দিয়ে শুরু হবে নতুন মৌসুম। আমরা পাঁচটি টুর্নামেন্ট করবো। স্বাধীনতা কাপ শুধু স্থানীয়দের নিয়ে করার সিদ্ধান্তের কারণ, ক্লাবগুলো যাতে বিদেশি ছেড়ে দিয়ে খেলতে পারে। তাতে, তাদের ক্যাম্প পরিচালনা করতে সুবিধা হবে।

Advertisement

কোটি টাকার টুর্নামেন্ট হিসেবে পরিচিত সুপার কাপ কোন ফরম্যাটে ফিরবে, তা সিদ্ধান্ত হয়নি। ইমরুল হাসান জানিয়েছেন, প্রিমিয়ার লিগের শীর্ষ চার বা ছয় দল নিয়ে হবে সুপার কাপ। প্রাইজমানি কত হবে ঠিক করেনি, তবে ইমরুল হাসান বলেছেন কোটি টাকার কম হবে না।

এ সভায় চলমান ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের ভেন্যু হিসেবে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে। কোয়ালিফিকেশন রাউন্ডের প্রথম দুই ম্যাচ ভিন্ন ভিন্ন দিনের পরিবর্তে একদিন ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব ২১ ফেব্রুয়ারি।

সভায় ১১টি দলকে এবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলার জন্য চূড়ান্ত করা হয়েছে। এক সময়ের দাপুটে ক্লাব বিআরটিসি প্রথমবারের মতো পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলবে।

আরআই/এমএমআর/জেআইএম

Advertisement