রাজনীতি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মনির গ্রেফতার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনের মামলায় মো. মনির (৩৭) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে নগরীর চান্দগাঁও থানা পুলিশ।

Advertisement

গ্রেফতার মনির ভোলার লালমোহন থানার চরলক্ষী হাফিজ সরদারের বাড়ির মো. হানিফের ছেলে। তিনি পরিবারের সঙ্গে চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চান্দগাঁও থানার মোহরা কাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনে গত নভেম্বরে দায়ের হওয়া এক মামলায় এজাহারনামীয় আসামি মো. মনিরকে গ্রেফতার করা হয়েছে। মনির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাকে শনিবার দুপুরে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

এমডিআইএইচ/এমএএইচ/জেআইএম