চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে আলমগীর বাদশা (৪২) ও মোহাম্মদ মামুন (৩৫) নামে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
Advertisement
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোতোয়ালি থানার মামলায় আলমগীর বাদশা এবং মোহাম্মদ মামুন নামে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। আজ দুপুরে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আলমগীর বাদশা কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নীমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে। তিনি কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। গ্রেফতার মামুন শিকলবাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. সোলাইমানের ছেলে। তিনি শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
এমডিআইএইচ/এমএএইচ/জেআইএম