খেলাধুলা

প্লে-অফ নিশ্চিতে বরিশালের দরকার ১১৭ রান

বিপিএলের শেষ পর্বে মোট চারটি ম্যাচ খেলবে ফরচুন বরিশাল। তবে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করতে একটি জয়ই যথেষ্ট হবে তামিম ইকবালের দলের। সম্ভবত সেই জয়টি আজ রোববারই পেতে যাচ্ছে বরিশাল।

Advertisement

দুই দিন বিরতি দিয়ে শুরু হওয়া বিপিএল আজ সিলেট স্ট্রাইকার্সকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়েছে বরিশাল। অর্থাৎ প্লে-অফ নিশ্চিত করতে হলে তামিমের দলকে করতে হবে ১১৭ রান।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিং নেয় সিলেট। দলীয় ৩৪ রানের মাথায় চার টপঅর্ডার জর্জ মুনসে (৭ বলে ৪), জাকির হাসান (৯ বলে ৯), রনি তালুকদার (৫ বলে ৪) ও কাদিম অ্যালিনে (২ বলে ০) সাজঘরে ফেরত গেলে চাপে পড়ে আরিফুল হকের দল।

বরিশালের বোলারদের তোপের মুখে টিকে থাকার লড়াইটা করেন শুধু আহসান ভাটি। তার ইনিংস থামে ২৯ বলে ২৮ রানে মোহাম্মদ নবির বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ হয়ে। সিলেটের হয়ে এটিই সর্বোচ্চ রানের স্কোর।

Advertisement

এরপর ১৯ বলে ২৪ রান করেন জাকের আলী। জেমস ফুলারের বলে ডানহাতি ব্যাটার ক্যাচ হন নবির হাতে। তানজিম হাসান ১৩ আর আরিফুল হক করেন ১২ রান। বাকিদের কেউ দুই অংশ স্পর্শ করতে পারেননি। এতে ১৮.১ ওভারে অলআউট হয় সিলেট।

বল হাতে বরিশালের হয়ে ৭ রানে ৫ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও জেমস ফুলার।

উল্লেখ্য, আজকের ম্যাচ হারলেই বিপিএলের চলতি আসর থেকে সবার আগে বিদায় হয়ে যাবে সিলেটের।

এমএইচ/এমএস

Advertisement