জাতীয়

রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় সাথী আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত পেশায় বিউটি পার্লারে কাজ করতেন।

Advertisement

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা প্রতিবেশী মো. রনি বলেন, সাথী একটি বিউটি পার্লারে কাজ করতেন। সকালের দিকে শনির আখড়া অগ্রদূত স্কুলের সামনে দিয়ে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন আফতাবনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই  এবার মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট 

তিনি বলেন, নিহতের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানায়। বাবার নাম মো. মুজিবুর রহমান। বর্তমানে শনির আখড়া এলাকাই থাকতেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমআরএম/জিকেএস