দেশজুড়ে

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা, মুন্সিগঞ্জে মশাল মিছিল

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মুন্সিগঞ্জে মশাল মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

Advertisement

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের কাচারি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রেসক্লাব, সুপার মার্কেটসহ জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। তারা ঘটনার বিচার দাবিসহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশি নারীকে হত্যার মাধ্যমে ভারত যে অন্যদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তা প্রমাণ হয়। একইসঙ্গে বন্ধু রাষ্ট্র দাবি করলেও এ ঘটনা বাংলাদেশের মানুষের প্রতি সে দেশের নাগরিকদের নির্মমতার সাক্ষ্য বহন করে৷ দ্রুত এ ঘটনায় জড়িতদের ব্যবস্থা নিতে হবে এবং বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এর জবাব চাইতে হবে। দ্রুত বিচার না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

গত শুক্রবার বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকের লেকের কাছ থেকে ২৮ বছর বয়সী বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হয়েছে।

Advertisement

আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম