সুনামগঞ্জে মাসব্যাপী শিল্প-পণ্য বাণিজ্যমেলা শুরু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) রাতে সুনামগঞ্জ শহরের ষোলঘর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।
Advertisement
মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা প্রায় শতাধিক স্টল নিয়ে অংশ নিয়েছেন। এতে গৃহস্থালি পণ্যসহ শিশুদের খেলার সামগ্রী ও খাবারের দোকান স্থান পেয়েছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ট্রেনসহ বিভিন্ন রাইড।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার চৌধুরী আহমেদ মঞ্জুরুল পাভেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ড. ইলিয়াস মিয়া।
এসময় পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
লিপসন আহমেদ/এফএ/জেআইএম