ট্রাফিক পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।
Advertisement
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখেন। এতে মহাখালী ও আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।
পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।
সরেজমিনে তেজগাঁও শিল্পাঞ্চল লাভ রোড এলাকায় দেখা যায়, বিজয় সরণি থেকে ফ্লাইওভার হয়ে নামা যানবাহন বামে টার্ন করলেও সামনে যানজট। আবার ডানের মগবাজার সাতরাস্তা অভিমুখে রাস্তাও পুরোপুরি বন্ধ যানজটে। অন্যদিকে মহাখালী থেকে আসা লেনও স্থবির।
Advertisement
লাভ রোডে কর্তব্যরত ট্রাফিক সদস্যরা জানান, মহাখালী বাস টার্মিনানের সামনে শ্রমিকদের অবস্থানের কারণে সড়কে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান।
তিনি বলেন, পরিবহন শ্রমিকরা মহাখালী বাস টার্মিনালের সামনে রাস্তা অবরোধ করেছিল। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীম বলেন, ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে অনর্থক মামলা করার অভিযোগ এনে প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের দুই সড়ক বন্ধ করে অবস্থান নেন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমি নিজেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
Advertisement
শ্রমিকদের দাবি-দাওয়া অবগত হয়ে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। বেলা পৌনে ১১টার দিকে তারা রাস্তা ছেড়ে চলে যান। এখন যান চলাচল স্বাভাবিক।
টিটি/এমএইচআর/জেআইএম