দেশজুড়ে

মামলায় আসামি ৩৩ জন, দুদিনেও গ্রেফতার হয়নি কেউ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ কর্মীসহ ৩৩ জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে এ মামলা করেন। তবে ঘটনার দুদিন পরও এ ঘটনায় গ্রেফতার হয়নি কেউ।

Advertisement

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী ফয়সাল জামান ফাহিম বলেন, শনিবারের ঘটনায় আমিসহ আরও কয়েকজন আহত হয়েছে। ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগসহ ১৩ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত করে মামলা করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, শনিবার বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলাটি করেন।

Advertisement

আরও পড়ুন: সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা

এদিকে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছেন সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রসঙ্গত শনিবার দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ পরীক্ষা শেষে বের হচ্ছিলেন। এসময় সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলায় ২ সমন্বয়কসহ ৫ জন আহত হন।

আশিক জামান অভি/এমএইচআর/জেআইএম

Advertisement