খেলাধুলা

টাকা নিয়ে রুমে নক করলেও বিদেশিরা দরজা খোলেনি: তাসকিন

বরাবরের মতো বিতর্ক ঘিরে ধরেছে বিপিএলকে। এবার খেলা জমেছে, ভালো দর্শকও এসেছে। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে বকেয়া পারিশ্রমিক নিয়ে। পেমেন্ট না পাওয়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলেননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।

Advertisement

বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সর্বোচ্চ চারজন এবং কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটার একাদশে রাখার বাধ্যবোধকতা আছে। কিন্তু বিদেশিদের বয়কটে রাজশাহী এমন বিপদেই পড়ে, শেষ পর্যন্ত বিসিবির কাছে আবেদন করে কোনোমতে ভাঙাচোরা দল নিয়ে মাঠে নামে।

শুধু দেশিদের নিয়ে দল গড়ে অবশ্য বাজিমাত করেছে রাজশাহী। তাসকিন আহমেদের নেতৃত্বে রুদ্ধশ্বাস ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়েছে ২ রানে।

তবে জয়-পরাজয় ছাপিয়ে যেন সংবাদ সম্মেলনের সবটুকু জুড়েই থাকলো বিদেশিদের না খেলার নাটক নিয়ে আলোচনা। তাসকিন আহমেদ ম্যাচ শেষে যা জানালেন, তা শুনে অনেকের চোখ কপালে উঠতে পারে। রাজশাহী ম্যানেজম্যান্ট নাকি টাকা নিয়ে বিদেশিদের হোটেল রুমের দরজায়ও গেছে, কিন্তু তারা দরজা খুলেননি।

Advertisement

অপ্রীতিকর সেই পরিস্থিতি নিয়ে তাসকিন বলেন, ‘আজকে (রোববার) দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখসি আমরা সব প্লেয়াররাই। আমি যতটুকু শুনেছি টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও রুমে নক করসে বিদেশিদের, কেউ দরজা খোলেনি। সবাই মিলে শুরুতে একটু আপসেট ছিল। ১২০ হলো, এত সোজা না আজকের উইকেট। ১৫-২০ রান শর্ট ছিল, শেষ দিকে পুরস্কার পাওয়া গেছে।’

তাসকিন যোগ করেন, ‘আমার জীবনেও নতুন অভিজ্ঞতা হলো। বুকিং দেওয়া ছিল শেরাটনে, পরে ওয়েস্টিনে, ওয়েস্টিনে নাকি সব রুম বুক হয়ে গেছে। চেঞ্জ করলাম হোটেল। আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো আসো। খেলো অন্তত। বিদেশিদেরও বলেছে পেমেন্ট ইস্যু না তোমরা আসো।’

তাসকিন আশা করছেন, পরের ম্যাচে বিদেশিদের পাওয়া যাবে। পেমেন্ট নিয়ে সমস্যা হলে বিসিবি টাকা দিয়ে দেবে, এমন আশ্বাস বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাছে থেকে পেয়েছেন বলে জানিয়েছেন দুর্বার রাজশাহী অধিনায়ক।

কিন্তু বিদেশিদের কোনোভাবেই বোঝাতে পারেননি তাসকিন। তিনি বলেন, ‘আমি তাদের (বিদেশিদের) বলেছি, কিন্তু তারা বলসে টাকা না দিলে আমরা খেলবো না। আমি আর কী বলবো আমিও তো প্লেয়ার। (হাসি)।

Advertisement

এমএমআর/জিকেএস