দেশজুড়ে

তিন দফা দাবিতে বিসিসি শ্রমিকদের সড়ক অবরোধ

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ষাটোর্ধ্ব ১৬০ জন শ্রমিককে চাকরিতে পূনঃবহালসহ তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিসিসির শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।

Advertisement

রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বরিশাল সিটি করপোরেশনের মূল ফটকে তালা দিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন।

এদিকে সড়ক অবরোধের ফলে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক চকবাজার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, শ্রম আইন অনুযায়ী চাকরি স্থায়ীকরণ, পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান করা তাদের অনেকদিনের দাবি। সম্প্রতি ১৬০ জন শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করা হয়। তাদের পূনঃবহালসহ বেতন বৈষম্য নিরসন এবং সব ভাতা পরিশোধ করার দাবি জানান তারা।

Advertisement

এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, অস্থায়ী দৈনিক মজুর ভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে এ ধরনের দাবি নীতিমালা সম্বলিত নয়। আর সরকারি চাকরিতেই বয়সসীমা ৬০ বছর। তদুপরি তাদের দাবি-দাওয়ার একটি চিঠি দিতে বলেছি। সেটি আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। তারপরও তারা সড়ক না ছাড়লে প্রশাসনের সহায়তা নেওয়া হবে।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক আমির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

শাওন খান/এফএ/এমএস

Advertisement