আন্তর্জাতিক

ভারতও মনে করে বাংলাদেশের পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই: সুলিভান

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই। এ ধরনের অভিযোগ ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে একদল সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

Advertisement

সুলিভান আরও বলেন, ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার আলাপচারিতায় স্পষ্ট যে, বাংলাদেশে ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথা বিশ্বাস করে না নয়াদিল্লি।

আরও পড়ুন>>

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত শেখ হাসিনার প্রত্যাবাসন চেয়ে চিঠির জবাব দেয়নি ভারত ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন

এসময় যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’ ভারতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে চায় বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়েও প্রশ্ন করেন হিন্দুস্তান টাইমসের সাংবাদিক। তবে এই অভিযোগও জোরালোভাবে প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

Advertisement

তিনি বলেন, আমি প্রথমে বিনয়ের সঙ্গে সেই ধারণা প্রত্যাখ্যান করবো যে, আমি ডিপ স্টেট নিয়ন্ত্রণ করি এবং বিনয়ের সঙ্গে সেই ধারণাও প্রত্যাখ্যান করবো যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ঘটনার পেছনে ছিল। এসব অভিযোগ অবাক করার মতো।

তিনি আরও বলেন, ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে আমি মনে করি, তারা বিশ্বাস করেন না যে, আমরা এর পেছনে ছিলাম।

কেএএ/

Advertisement