প্রথম কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রের বিপরীতে জুটি হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন গুণি অভিনেতা মোশাররফ করিম। তাদের নিয়ে ছবিটির নির্মাণকাজ শেষ হয়েছি ২০২২ সালে। এরপর বেশ অনেকটা সময় কোনো আলোচনায় ছিল না ছবিটি। তবে সুখবর হলো পর্দায় আসতে চলেছে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাবে ‘বিলডাকিনি’।
Advertisement
এ ছবির প্রথম পোস্টার উন্মোচিত হয়েছে। এটি উন্মোচন করেন মোশাররফ করিম। পোস্টারে দেখা গেছে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করা মোশাররফ ও পার্নো জুটিকেই।
নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন। শুক্রবার চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে নির্মাতা ও কলাকুশলীরা যান এমন একটি স্থানে যেখানে চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছিল। অর্থাৎ শুটিং স্পটে দাঁড়িয়েই পোস্টার উন্মোচন করহ হয়। দেয়া হয় মুক্তির তারিখ ঘোষণাও।
এ সময় জানানো হয় ছবিটি আগামী ২৪ জানুয়ারী দেশের সকল সিনেপ্লেক্সসহ আরও কিছু হলে মুক্তি পেতে যাচ্ছে।
Advertisement
পোস্টার উন্মোচনের পাশাপাশি কেক কেটে ছবিটির মুক্তিযাত্রা উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা ফজলুল কবীর তুহিন, প্রযোজক মমিন খান, মোশাররফ করিম, অভিনেতা শেখ মাহবুব, উজ্জল মাহমুদ প্রমুখ।
মোশাররফ করিম বলেন, ‘এটি আমার একটি প্রিয় ছবি। তার প্রধান কারণ হচ্ছে এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। সমস্যা থেকে উত্তরণের কথা বলে। মানুষের অমানুষ হয়ে ওঠার কথা বলে এবং অমানুষকে মানুষ করার কথা বলে। আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই ছবিটি সবাই দেখুক। আমাকে আপনারা পছন্দ করেন বলেই মনে করি, এই সিনেমাটা আপনারা দেখবেন সে প্রত্যাশা করি।’
বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনি চলচ্চিত্রের কাহিনি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন।
Advertisement
ছবির শুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।
এলআইএ/এমএস