দেশজুড়ে

অ্যাম্বুলেন্স-শ্যামলী পরিবহনের চালক গ্রেফতার

সাভারে অ্যাম্বুলেন্স ও দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই চালকদের গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) সকালে পৃথক স্থান থেকে আটকের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে বাসচালক জহিরুল ইসলাম ও গাজীপুরের কোনাবাড়ী থেকে অ্যাম্বুলেন্সচালক জাহিদ হাসানকে গ্ৰেফতার করা হয়।

গ্রেফতার জাহিদ হাসান টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সুতী লাংগল জোরা গ্ৰামের আয়নাল হকের ছেলে ও জহিরুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাওলিয়া গ্ৰামের মৃত গোলাম সারোয়ারের ছেলে।

এর আগে বুধবার রাতে সাভারের ফুলবাড়িয়া এলাকায় একটি অ্যাম্বুলেন্সের পেছনে দুটি বাস ধাক্কা দেয়। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় নারী-শিশুসহ চারজন নিহত হন।

Advertisement

একইদিন সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু বাদী হয়ে মামলা মামলা দায়ের করেন।

মাহফুজুর রহমান নিপু/এএইচ/আরএইচ/এমএস