জাতীয় সংসদ বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল। সভাপতি পদে তিনি পেয়েছেন ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের কণ্ঠের নিখিল ভদ্র পেয়েছেন ৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পোস্টের শওকত আলী খান লিথো।
Advertisement
শনিবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) বার্ষিক সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
বিকেলে ফল ঘোষণা করেন বিপিজেএ’র প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-২) মো. এমদাদুল হক। তিনি জানান, সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে ভোটগ্রহণ করা হয়। বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের ফয়েজ উল্লাহ ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের মিজানুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের মো. শাহজাহান মোল্লা, দপ্তর সম্পাদক দৈনিক আজকের পত্রিকার নাজমুল ইসলাম (তানিম আহমেদ)।
Advertisement
পাঁচ কার্যনির্বাহী সদস্য পদে বাংলাবাজারের মশিউর রহমান (৭১), আমাদের নতুন সময়ের মনিরুল ইসলাম (৫১), সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ (৫১), মানবকণ্ঠের জাহাঙ্গীর কিরণ (৫০) ও ইনকিলাবের হাবিবুর রহমান পঞ্চায়েত (৪৮) নির্বাচিত হন।
বিপিজেএ’র এ নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন ও মো. শোয়াইব।
এএএইচ/এমআইএইচএস
Advertisement