নাম-সর্বস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স-মাস্টার্স কোর্স চালু করে শিক্ষার নামে আর বাণিজ্য করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
Advertisement
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশালের উজিরপুর থানায় অবস্থিত গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, উচ্চশিক্ষা সম্পন্ন করার পর কোনো শিক্ষার্থীকে যেন চাকরি খুঁজতে না হয়, সে লক্ষ্যে সিলেবাস সংস্কারের কাজ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সব কলেজে ট্রেড কোর্স ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। এতে শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করা হবে যেন পাস করার পর তাদের চাকরি খুঁজতে না হয়, বরং চাকরিদাতারাই নিজ দায়িত্বে তাদের খুঁজে বের করবে।
আরও পড়ুন
Advertisement
অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা হবে জানিয়ে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন তার অধিভুক্ত সব প্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার জন্য কাজ করছে। গুড গভর্নেন্স ও দায়বদ্ধতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বছরের শুরু থেকেই পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও সব অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
সব ধরনের রাজনীতি কলেজের বাইরে রেখে আসতে সতর্কও করেন তিনি। উপাচার্য বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের সন্তানদের আকাশ থেকে গুলি করে হত্যা করার দৃশ্য দেখতে হয়। এমন পরিস্থিতি আমরা আর দেখতে চাই না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং সাবেক সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বুয়েটের অধ্যাপক ড. সাব্বির মোস্তফা, গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ, উপাধ্যাক্ষ, সভাপতি ও পরিচালনা পরিষদ সদস্যরা।
এএএইচ/ইএ
Advertisement