ধর্ম

মসজিদের ছাদে বিজ্ঞাপনের বিলবোর্ড লাগানো কি জায়েজ?

ইসলামে মসজিদ অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ স্থান। কোরআনে আল্লাহ মসজিদকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন এবং মসজিদ আবাদকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন,

Advertisement

اِنَّمَا یَعۡمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنۡ اٰمَنَ بِاللّٰهِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ وَ اَقَامَ الصَّلٰوۃَ وَ اٰتَی الزَّکٰوۃَ وَ لَمۡ یَخۡشَ اِلَّا اللّٰهَ فَعَسٰۤی اُولٰٓئِکَ اَنۡ یَّکُوۡنُوۡا مِنَ الۡمُهۡتَدِیۡنَএকমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়, ওরা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। (সুরা বাকারা: ১৮)

মসজিদের মর্যাদা রক্ষা করা মুসলমানদের কর্তব্য ও তাকওয়ার দাবি। কোরআনে আল্লাহ বলেছেন,.ذٰلِکَ وَمَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰهِ فَاِنَّهَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ

এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটাতো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। (সুরা হজ্জ: ৩২)

Advertisement

কোনো জায়গা যখন মসজিদ হিসেবে নির্ধারণ করা হয়, তখন ওই জায়গা আকাশ পর্যন্ত মসজিদ হয়ে যায়। ওপরের দিকে যত তলাই করা হোক, তা মসজিদের অন্তর্ভুক্ত হয়। এ কারণে মসজিদের ওপর তলায় শপিংমল, হোটেল ইত্যাদি বানানো বৈধ নয়। মসজিদের ছাদও মসজিদের অন্তর্ভুক্ত এবং মসজিদের মতোই সম্মানিত। নিচের ফ্লোরগুলো পূর্ণ হয়ে গেলে কেউ যদি মসজিদের ছাদে নামাজ পড়েন, তাহলে তিনি মসজিদে নামাজ পড়ার মতোই সওয়াব পাবেন।

মসজিদের কোনো অংশকে যেহেতু উপার্জনের মাধ্যম বানানো বৈধ নয়, তাই মসজিদের ছাদে বিজ্ঞাপনের বিলবোর্ড লাগানোও জায়েজ নয়।

ওএফএফ/এমএস

Advertisement