ফিচার

নান্দনিক শহর মদিনা (ছবি ও ভিডিও)

মদিনা মুনাওয়ারা। নান্দনিক সৌন্দর্যের আলোকিত শহর। বিশ্ব মুসলিমের ভালোবাসার সর্বোচ্চ স্পন্দন এ শহর। বিশ্বের অনন্য সুন্দর শহরের মধ্যে অন্যতম বটে। রাতের অন্ধকারে মদিনাকে আলোকসজ্জা ছাড়াই সাধারণ আলোয় এক অনন্য আলোকসজ্জার শহর মনে হয়।মদিনা শহরের সৌন্দর্যকে অলংকৃত করেছে মসজিদে নববীর উন্মুক্ত আঙ্গিনার অটোমেটিক সামিয়ানা ফিলার। যা সুইচের মাধ্যমে ছাতার মতো উন্মুক্ত করা যায় আবার প্রয়োজনে গুটিয়ে রাখা যায়।এছাড়াও মদিনার শহরের সুপরিকল্পিত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে, মনে হবে ছবির মতো সাজানো এবং ওয়েল ডেকোরেট। মসজিদে নববি ছাড়াও এ শহরে রয়েছে মদিনার প্রথম মসজিদ ‘মসজিদে কুবা’ এবং কিবলা পরিবর্তনের মসজিদ, ‘মসজিদে ক্বিবলাতাইন’। এ সব কিছুর ছবি ও ভিডিও পাঠকদের জন্য তুরে ধরা হলো-মসজিদে নববির আঙ্গিনায় ফিলার- যেগুলোতে গুটিয়ে রয়েছে সামিয়ানা-মসজিদে নববির আঙ্গিনায় সামিয়ানার ফুটেজ-উপর থেকে মসজিদে নববির ফুটেজ-মসজিদে নববির রাতে ফুটেজমদিনা শহরে অবস্থতি মসজিদে কুবা-মসজিদে ক্বিবলাতাইন-ভিডিওতে দেখুন মসজিদে নববি, মসজিদে কুবা, মসজিদে ক্বিবলাতাইন ও পাশ্ববর্তী এলাকা।পরিশেষে...আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম উম্মাহকে মদিনা মুনাওয়ারা যিয়ারাত করার তাওফিক দান করুন। আমিন।তথ্যসূত্র : ইলমফিড.কম (www.ilmfid.com)এমএমএস/আরআইপি

Advertisement