ধর্ম

বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ আলজেরিয়ায়

১৪০ কোটি ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ ‘আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ’। আলজেরিয়ার সমুদ্র উপকূলে নির্মিত হচ্ছে এ মসজিদ। ২০১২ সালে শুরু হওয়া মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আগামী বছরের শুরুর দিকে নির্মাণাধীন এ বৃহত্তম মসজিদটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।এক নজরে মসজিদটির বিবরণ তুলে ধরা হলো-নাম : আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ।আয়তন : ২০ হাজার বর্গমিটার।মিনারের উচ্চতা : ৮৭৪ ফুট।একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ১ লাখ ২০ হাজার মুসল্লি।লাইব্রেরি : মসজিদ চত্বরে দ্য দাজমা আল দাজাজায়ের নামে ১০ লাখ বই সমৃদ্ধ পাঠাগার থাকবে।অনন্য আকর্ষণ : মসজিদটি সৌরবিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে।নির্মাণ ব্যয় : ১৪০ কোটি ডলার।ডিজাইন : জার্মানের প্রকৌশলী ‘ইউরগান এঙ্গেল’।নির্মাণ তত্ত্বাবধানে : গৃহায়ণ মন্ত্রণালয় আলজেরিয়া।মসজিদ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আহমাদ মাদানি জানান, এ মসজিদটি সৌন্দর্য বিশ্বের সকল মুসলমানকে আকৃষ্ট করবে।উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ১৯৬২ সালের ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। তারপর থেকেই দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মাণের চিন্তা মাথায় আসে বলে জানান নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তি মাদানি। আলজেরিয়ার এ জামে মসজিদটি হবে মসজিদুল হারাম ও মসজিদে নববীর পর তৃতীয় বৃহত্তম মসজিদ।মসজিদটি নির্মাণ প্রসঙ্গে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতাফিক বলেন, মুসলিমদের মধ্যে ইতিহাস ঐতিহ্য এবং ঘনিষ্ঠ সেতুবন্ধন গড়ে উঠবে। দিকে দিকে ইসলামের ঐতিহ্য বহন করবে।এমএমএস/এমএস

Advertisement