সাহিত্য

তাহমিনা শিল্পীর গুচ্ছ কবিতা

জীবনের দায় নেভাই

Advertisement

এক.কাঠকয়লার হাহাকার চোখের পাতা স্পর্শ করলে,হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হতে হতেও বেঁচে থাকি।অতঃপর, বুকে ও পেটে পাথর বেঁধে,জীবনের দায় নেভাই।

দুই.নিশ্বাসে আমার বারুদ আছেনইলে তুমি জ্বলবে কেন!এই বারুদই বৃষ্টিভেজা শীতলদিনেরাখবে তোমায় প্রেমের ওমে।

তিন.তুমি তানপুরাতে গান বাঁধো,আমি গাঁথি বেলি ফুলের মালাবাতাসে ভেসে খবর এসেছেঅশ্রুমতী মেঘ কাঁদছে সারাবেলা।

Advertisement

চার.আমি কাঁদা-মাটির কন্যা,বাঁচি শহুরে নিশ্বাসে!

পাঁচ.দুঃখ কিনি, জলের দামে!মজুদ করি, সঙ্গোপনে,গহীন বুকের গোলাঘরে।

ছয়.কতটা দূরে সরে গেলে ছায়া নিভে যায়?ছায়া নিভে গেলে বুঝি মায়াটুকু উড়ে যায়?

এসইউ/এমএস

Advertisement