২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতকরণসহ হলে আসন বরাদ্দ না পাওয়া আবেদনকারী শিক্ষার্থীদের আবাসন বৃত্তি প্রদানের দাবি জানিয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
Advertisement
সোমবার (৩০ জুন) ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামীর সই করা এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে নবীন অবস্থাতেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নানা কায়দায় জুলুম-নির্যাতন শুরু হতো। হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে আসা ২৪ এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম নবীন ব্যাচের ভর্তির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই আর বিগত দিনের গণরুম-গেস্টরুমের মতো অপসংস্কৃতির পুনরুত্থান দেখতে চায় না। এটি রুখতে হল প্রশাসনের সময়োপযোগী উপযুক্ত পদক্ষেপ প্রয়োজন।
ঢাবি ছাত্রদল জানায়, গণরুম-গেস্টরুম তথা নির্যাতনমূলক অপরাজনৈতিক সংস্কৃতি যেন আর ফিরে না আসে তা নিশ্চিত করতে প্রতিটি হলে সিটের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের যথাযথভাবে আবাসন সুবিধা নিশ্চিত করা; অন্যথায় আবেদনকারী যেসব শিক্ষার্থী সিট বরাদ্দ পাবে না তাদের আবাসন বৃত্তির আওতায় এনে আবাসন প্রাপ্তিতে সহায়তা করা।
Advertisement
এসব দাবির প্রেক্ষিতে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ঢাবির প্রতিটি হল প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আওয়ামী দুঃশাসনের নিকৃষ্ট গণরুম-গেস্টরুম সংস্কৃতি চিরতরে বন্ধ রাখতে ও বিগত দিনে যারা গণরুম-গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের নিপীড়নের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি আদায়ে তারা সর্বোচ্চ সচেতন ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এফএআর/ইএ/এমএস