রাজস্ব খাতে চাকরি স্থানান্তরসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা।
Advertisement
সোমবার (৩০ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তথ্য আপা প্রকল্প রাজস্বকরণ আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা৷
তাদের দাবিগুলো হলো—১. প্রতিশ্রুতি অনুযায়ী নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন তথ্য আপা: প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর জনবলকে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
২. কর্তনকৃত সব বেতন অন্যান্য ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।
Advertisement
৩. সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে হবে এবং আত্তীকরণের রোডম্যাপ লিখিত প্রজ্ঞাপন হিসেবে দিতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা যে প্রকল্পের অধীনে কাজ করছেন সেই প্রকল্প বন্ধ করা যাবে না৷ সরকারকে তিন দফা দাবি মেনে নিতে হবে৷ দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা৷
নারীর জন্য তথ্যপ্রযুক্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরি, আইন, কৃষি ও ব্যবসায় সুবিধা দিতে ২০২১ সালে শুরু হয়েছিল ‘তথ্য আপা’ প্রকল্প।
আন্দোলনকারীদের দাবি, তথ্য আপা প্রকল্পের আওতায় প্রায় দুই হাজার নারী মাঠপর্যায়ে তথ্যপ্রযুক্তি সেবা দিয়ে আসছেন। জুনের পর প্রকল্পটির বর্ধিত মেয়াদ শেষ হয়ে যাবে। তাই চাকরির স্থায়ীকরণের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। এর আগে চলতি মাসের শুরুতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিলও করেন।
Advertisement
এনএস/এমকেআর/এএসএম