আন্তর্জাতিক

আমিরাতে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের খবর, কর্তৃপক্ষ বলছে গুজব

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে আমিরাতের বেসামরিক বিমান চলাচল অধিদফতর (জিসিএএ) বিমান বিধ্বস্তের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।

Advertisement

মঙ্গলবার দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন খাত সম্পর্কিত তথ্যের একমাত্র নির্ভরযোগ্য উৎস হচ্ছে জিসিএএ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, দুবাইয়ে কোনো ধরনের বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : মক্কা ও জেদ্দায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব না ছড়াতে জনগণকে সতর্ক করে দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। জিসিএএ’র এক বিৃবতিতে বলা হয়েছে, মঙ্গলবার দুবাইয়ে বিমান বিধ্বস্ত হয়েছে বলে যে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা প্রত্যাখ্যান করেছে জিসিএএ।

Advertisement

একই সঙ্গে আমিরাতের বিমান চলাচল-সংক্রান্ত যাবতীয় তথ্যের একমাত্র বিশ্বস্ত সূত্র জিসিএএ বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এসআইএস/এমকেএইচ