খেলাধুলা

কেমন হবে বাংলাদেশের একাদশ, মাহমুদউল্লাহ খেলবেন?

সেমিফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প পথ নেই বাংলাদেশের। হারলেই বিদায়। নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে কেমন হবে টাইগার একাদশ? ভারতের বিপক্ষে খেলা একাদশ নিয়েই কি সোমবার নিউজিল্যান্ডের মোকাবেলা করতে মাঠে নামবে বাংলাদেশ? একাদশে পরিবর্তন আসবে নাকি দল সাজাতে গিয়ে নতুন পথে হাটবে টাইগাররা, মাহমুদউল্লা রিয়াদ খেলবেন? ভক্ত-সমর্থকদের মনে এসব প্রশ্নই উঁকি দিচ্ছে খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে।

Advertisement

মাংসপেশির চোটে কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি অভিজ্ঞ মাহমুদউল্লাহ। সোমবার কি তার পক্ষে খেলা সম্ভব হবে? যদি ফিটনেস ফিরেও পান, তাহলে কোথায় কার জায়গায় খেলবেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার? ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছেন মুশফিকুর রহিম (১ বলে ০)। ভক্তদের কেউ কেউ বলছেন, মাহমুদউল্লাহকে যদি খেলাতে হয় তাহলে মুশফিককেই বেঞ্চে বসতে হবে। আরেকটি অপশন হলো- টপঅর্ডারদের কাউকে বাদ দেওয়া।

রাওয়ালপিন্ডির খবর, আগের চেয়ে অনেকটাই সুস্থ মাহমুদউল্লাহ। যদিও হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন, রোববার রাতে ফিটনেস টেস্ট হবে মাহমুদউল্লাহর। সেই টেস্টে উত্তীর্ণ হতে পারলেই কেবল খেলার প্রশ্ন আসবে ডানহাতি তারকা ব্যাটারের।

যেহেতু ভারতের বিপক্ষে ম্যাচে দুই তরুণ তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক অনেক ভালো খেলে ফেলেছেন। চাপের মুখে অসাধারণ ব্যাটিং করে দলকে চরম ভরাডুবির হাত থেকে রক্ষা করেছেন। তাই তাদের কারো বাদ পড়ার প্রশ্নই আসে না।

Advertisement

মুশফিক অথবা দুই ওপেনার- সৌম্য সরকার কিংবা তানজিদ হাসান তামিমের মধ্য থেকে যেকোনো একজনকে সরালেই কেবল মাহমুদউল্লাহর জন্য একাদশে জায়গা হবে।

টিম ম্যানেজমেন্ট কি সে পথে হাঁটবে? অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে তো আর বাদ দেওয়া যায় না। এক ম্যাচ খারাপ খেলা মুশফিককে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। এসব হিসাব মেলানোর অর্থ হলো- দুই ওপেনারের যেকোনো একজনকেই মূলত বাদ দিতে হবে।

এআরবি/এমএইচ/এএসএম

Advertisement