রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী নিবাস থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে রাত পৌনে ২টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি জানান, আমরা খবর পেয়ে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারে লিফটের ৮-এ ৮০৩ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে তাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি ওই শিক্ষার্থীর একটি ছেলের সঙ্গে প্রেম ছিল। প্রেমঘটিত কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Advertisement
আনিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জয়পুরহাট সদরের নতুন হাট গ্রামের মো. ফিরোজ হোসেনের মেয়ে।
কাজী আল-আমিন/এএমএ/এএসএম