জাতীয়

হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৬

সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- সুজাত মোল্লা (২৬), মো. জিসান (২০), মোছা. হালিমা (৪২), মোছা. শিল্পী (৩৫), মোছা. আমেনা (৬০) ও মো. সজিব (৮)।

Advertisement

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে প্রতিবেশী আকাশ জানান, হেমায়েতপুরের নালিয়াসুর এলাকার নবাব আলীর বাড়ির একতলার একটি রুমে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, হেমায়েতপুরের নালিয়াসুর এলাকা থেকে নারী ও শিশুসহ ৬ জন আমাদের এখানে এসেছেন। মো. সজীব ১৭ শতাংশ দগ্ধ, সুজাত মোল্লা ৪০ শতাংশ দগ্ধ, মোছা. হালিমা ৪১ শতাংশ দগ্ধ, মো. জিসান ১৫ শতাংশ দগ্ধ, মোছা. আমেনা ৬০ শতাংশ দগ্ধ ও মোছা. শিল্পী ১৬ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার শ্বাসনালি পুড়ে গেছে এবং সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান তিনি।

Advertisement

কাজী আল-আমিন/এএমএ/এএসএম