অনেক দিন থেকে নানা কারণে সমালোচিত হয়ে আসছেন ইউটিউবার সালমান মুক্তাদির। এবার নতুন একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের তোপের মুখে পড়েছেন তিনি। ৬ ফেব্রুয়ারি থেকে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কমতে শুরু করেছে। এক সপ্তাহে ইউটিউবের প্রায় দেড় লক্ষ ফলোয়ার হারিয়েছেন সালমান।
Advertisement
সম্প্রতি ফেব্রুয়ারি সালমানের ইউটিউব চ্যানেল ‘সালমান দ্যা ব্রাউনফিস’ এ ‘অভদ্র প্রেম’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে চ্যানেলটির সাবস্ক্রাইবার কমতে থাকে। ভিডিওটি সাড়ে ৮ লাখের বেশি ভিউ হয়েছে। তবে ডিজলাইক পড়েছে ১ লাখ ৬৪ হাজার আর লাইক পড়েছে মাত্র ২৫ হাজার। মূলত ভিডিওতে দেখানো রগরগে দৃশ্যের জন্যই সমালোচনার ঝড় ওঠে।
সালমানের ইউটিউব চ্যানেলে এক মিলিওনেরও বেশি সাবস্ক্রাইবার। কিন্তু যেই হারে কমছে এই হারে কমতে থাকলে মিলিওনের ঘর থেকে নেমে আসবে অল্প সময়ের মধ্যে।
এদিকে আরেক ইউটিউবার তাহসিন এন রাকিব (তাহসিনেশন)। ‘সালমান দ্যা ব্রাউনফিস চ্যানেলে আনসাবস্ক্রাইব করার আহ্বান জানিয়েছেন। এমন ভিডিও পোষ্ট করার পর থেকেই সালমান মুক্তাদিরের চ্যানেলে আনসাবক্রাইব করার ধুম পড়ে যায়। যতই দিন যাচ্ছে, কমছে তার জনপ্রিয়তাও।
Advertisement
এমএবি/এলএ/পিআর