চট্টগ্রামে ধর্ষণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে নগরীর চান্দগাঁও থানা পুলিশ। রোববার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
গ্রেফতাররা হলেন- ভোলার লালমোহন থানার চরভূতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. হাসনাইন (২১) এবং একই এলাকার কিশোরগঞ্জ গ্রামের মো. রহিজল মিয়ার ছেলে মো. আকবর (২৫)। তাদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোর করে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে ওই দুজন। পরে চান্দগাঁও থানার গোলাম আলী নজির বাড়ির এক কলোনিতে আটক করে। গ্রেফতার হাসনাইন ওই কিশোরীকে সেখানে একাধিকবার ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়। এরপর দ্রুত অভিযান চালিয়ে দুই অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি আফতাব।
Advertisement
এমডিআইএইচ/এমএইচআর/এমএস