দেশজুড়ে

সাজেক ট্র্যাজেডি: আগুনের উৎস খুঁজতে ৫ সদস্যের তদন্ত কমিটি

দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

Advertisement

তদন্ত কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত করে সংঘঠিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন এবং দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহর সই করা এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তদন্ত কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

তদন্ত কমিটিতে রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেনকে আহ্বায়ক ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তারকে সদস্যসচিব করা হয়েছে।

Advertisement

কমিটির অন্য ৩ সদস্য হলেন- রাঙামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (দীঘিনালা) সহকারী প্রকৌশলী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের অবকাশ রিসোর্টসহ আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী আগুনের ঘটনায় ৯০-৯৫টির বেশি স্থাপনা ভস্মীভূত হয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

এফএ/এমএস

Advertisement