জাতীয়

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকার একটি বাসায় মোছা. বিলকিস আক্তার নিপা (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার  নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু  দক্ষিণখানে ছুরিকাঘাতে যুবক নিহত, ঢামেক এলাকায় মিললো আরেক মরদেহ 

নিহতকে নিয়ে আসা দেবর সজীব জানান, ভাবির দুই মাস হলো ভাই মো. কাউসারের সঙ্গে বিয়ে হয়েছে। ভাইয়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানাো হয়েছে।

Advertisement

এমআরএম/জিকেএস