রাজনীতি

‘বিদেশিদের কথায় বউকে ডিভোর্স দেয়া যায় না’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, ‘জামায়াত যারা করে তারা যদি এ দেশের নাগরিক হয় তা হলে তাদের রাজনীতি করতে দিতে হবে। সরকার তাদের নিষিদ্ধ করে নাই। বিদেশিদের কথায় নিজের বউকে ডিভোর্স দেয়া যায় না।’

Advertisement

রাজধানীর তেজগাঁও দলীয় কার্যালয়ে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে জামায়াতের সঙ্গ ত্যাগ নিয়ে এলডিপির মনোভাব জানতে চাইলে এ সব কথা বলেন তিনি।

জাতীয় ঐক্যফ্রন্ট্রের নির্বাচিতরা শপথ নিলে বেঈমান বলে বিবেচিত হবেন এমন মন্তব্য করে অলি আহমদ বলেন, ‘বিরোধী দলের অনেকে সরকারের টাকায় নির্বাচন করেছেন। বিরোধী দলে থেকে তারা বড় বড় কথা বলে, আবার সরকারের টাকায় নির্বাচন করে।’

জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে অলি বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছি। তারপরও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন সে জন্য আমি বলতে চাই, অবিলম্বে দেশের সৎ ও অভিজ্ঞ রাজনৈতিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ব্যবস্থা নিন। অন্যথায় মিথ্যার ওপর ভিত্তি করে বেশি দূর এগোনো সম্ভব নাও হতে পারে।’

Advertisement

সরকার জাতীয় ঐক্য চাইলে রাজনৈতিক বিবেচনায় যে সব বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম পরিস্থিতি বর্ণনা করে পুনরায় নির্বাচনের দাবি করেন এলডিপি সভাপতি।

বর্তমান সরকারের অধীনে তার দল স্থানীয় সরকার নির্বাচনে যাবে না বলেও জানান তিনি।

নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার ব্যাপারে অনীহা প্রকাশ করে অলি বলেন, ‘বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে তাই নির্বাচন নিয়ে মামলা করে কোনো ফল হবে না। মামলা করলেও তাদের পক্ষেই রায় দেবে আদালত। এ জন্য মামলা করবে না ২০ দল।’

Advertisement

ঐক্যফ্রন্ট গঠনের পর ২০ দলীয় জোটের শরিকদের যোগাযোগ কমে যাচ্ছে কিনা- এমন প্রশ্নে অলি বলেন, ‘এটা বিএনপির ব্যাপার তারা কীভাবে সমন্বয় করবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম, সহ-সভাপতি মোখফার উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজি, যুব বিষয়ক সম্পাদক সফিউল বারী রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এনডিএস/এমকেএইচ