রাজধানীর মিরপুরে কথিত শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজির অভিযোগে মো. আসিফ সিকদার (২৫) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
Advertisement
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শাহআলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কথিত শাহাদাত বাহিনীর পরিচয়ে ২০ থেকে ২৫ জনের একটি চাঁদাবাজ গ্রুপ মিরপুরের স্বাধীন মার্কেটে চাঁদাবাজি করতে যায়। চাঁদাবাজ গ্রুপটি মিরপুর স্বাধীন মার্কেট থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা মার্কেটে ভাঙচুর করে। এ সংক্রান্তে স্বাধীন মার্কেটের ম্যানেজার তরিকুল মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, স্বাধীন মার্কেটে হামলার ঘটনায় মামলা রুজুর পর থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেফতারে তৎপরতা চালায়। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে মিরপুরের শাহআলী এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আসিফ সিকদারকে গ্রেফতার করে।
Advertisement
আরও পড়ুন:
আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে ‘হার্ডলাইনে’ সরকারপ্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার আসিফ সিকদার ও তার পলাতক সহযোগীরা পেশাদার চাঁদাবাজ। তারা দীর্ঘদিন মিরপুর এলাকায় কথিত শাহাদাত বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আসিফ সিকদারকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত ও চাঁদাবাজিতে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমএইচআর/এমএস
Advertisement