বিনোদন

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র কিনলেন রোকেয়া প্রাচী

একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

Advertisement

মঙ্গলবার সকাল ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামী ১৮ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। একাদশ জাতীয় সংসদে প্রাপ্ত ২৫৭ আসনের বিপরীতে একক দল হিসেবে ৪৩টি আসনে মনোনয়ন দিতে পারবে আওয়ামী লীগ।

Advertisement

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিযোগিতা করার জন্য ফেনী-৩ আসনে আওয়ামী লীগ থেকে ফরম তুলেছিলেন রোকেয়া প্রাচী।

এমএবি/এলএ/এমএস