দেশজুড়ে

‘গণধর্ষণে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না’

নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলীতে ভোটের রাতে গণধর্ষণের শিকার নারীর সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। সোমবার দুপুরে তিনি নোয়াখালী জেনারেল হাসাতালে গিয়ে ওই নারীর সঙ্গে কথা বলেন।

Advertisement

আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। সরকার ভুক্তভোগীর চিকিৎসা, নিরাপত্তাসহ পুরো ঘটনাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তবে, এই ঘটনাকে পুঁজি করে কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/আরএআর/পিআর/এসজি

Advertisement