জাগো জবস

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় বাংলাদেশ বিষয়ে প্রশ্নোত্তর

আগামী ১৯ থেকে ২৬ অক্টোরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। আজ থাকছে বাংলাদেশ বিষয়ে প্রশ্নোত্তর–

Advertisement

১. বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল–উত্তর: ভারতে।

২. বাংলাদেশে নদী পথের দৈর্ঘ্য–উত্তর: ৯,৮৩৩ কি.মি।

৩. সারাবছর নৌ চলাচলের উপযোগী নৌপথ–উত্তর: ৩,৮৬৫ কি.মি।

Advertisement

৪. অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ তৈরি হয়েছে–উত্তর: ১৯৫৮ সালে।

৫. অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালের–উত্তর: ৭৫% আনা-নেওয়া হয়।

৬. বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়–উত্তর: ১৯৭২ সালে।

৭. বাংলাদেশে চা চাষ হচ্ছে–উত্তর: উওর ও পূর্বাঞ্চলের পাহাড়ে।

Advertisement

> আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : ইংরেজি

৮. সারাবছর বৃষ্টিপাত হয়–উত্তর: উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে।

৯. বাংলাদেশে চিরহরিৎ বনাঞ্চল–উত্তর: পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল।

১০. বাংলাদেশে খনিজ সম্পদ সমৃদ্ধ জেলাসমূহ–উত্তর: পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহ।

১১. বাংলাদেশের লবণাক্তের পরিমাণ বেশি–উত্তর: দক্ষিণাঞ্চলের বেশকিছু এলাকা।

১২. বাংলাদেশের ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল বনভূমি–উত্তর: দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অংশের পাহাড়ি অঞ্চল।

১৩. চিরহরিৎ বনভূমির পরিমাণ–উত্তর: ১৪ হাজার বর্গ কি.মি।

১৪. প্রচুর বাঁশ ও বেত জন্মে–উত্তর: সিলেটে।

১৫. রাবার চাষ হয়–উত্তর: পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে।

> আরও পড়ুন- প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ভাষা আন্দোলন

১৬. ক্রান্তীয় পাতাঝরা অরণ্য–উত্তর: ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলায়।

১৭. ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষ–উত্তর: শাল।

১৮. মধুপুর ভাওয়াল বনভূমি–উত্তর: ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে।

১৯. স্রোতজ বনভূমি–উত্তর: দক্ষিণ পশ্চিমাংশের নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলীয় বন।

২০. বাংলাদেশে স্রোতজ বা গরান বনভূমির পরিমাণ–উত্তর: ৪,১৯২ বর্গ কি.মি।

এসইউ/এমএস