জাতীয়

গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি পেলেন ফারাজ আইয়াজ

চলতি বছরের সমাবর্তনে ফারাজ আইয়াজ হোসেনকে একজন গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইমোরি বিশ্ববিদ্যালয়ের গয়জুয়েতা স্কুল অব বিজনেস। শিক্ষাবর্ষ শেষ হওয়ার দুই বছর আগেই রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় মারা যান তিনি।

Advertisement

২০১৬ সালের মে মাসে ছুটিতে ঢাকায় এসেছিলেন ইমোরি বিশ্ববিদ্যালয়ের গয়জুয়েতা স্কুল অব বিজনেসের ছাত্র ফারাজ আইয়াজ। গত ১ জুলাই দুই বন্ধু অবিন্ত কবির ও তারিশিকে নিয়ে গুলশানের হোলি আর্টিজানে আসেন। সেখানে ওইদিন জঙ্গি হামলার পর সব কিছু ওলট-পালট হয়ে যায়। জঙ্গিরা তাকে নির্মমভাবে হত্যা করে। ওই ঘটনায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ ব্যক্তি ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপর যৌথ বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান এবং পরিচালক শাহনাজ রহমানের দৌহিত্র ফারাজ আইয়াজ হোসেন।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত খ্যাতনামা এই বিশ্ববিদ্যালয় তাদের প্রয়াত শিক্ষার্থীর নামে ‘ফারাজ হোসেন কোর ভ্যালু অ্যাওয়ার্ড’ও প্রবর্তন করেছে। প্রথমবারের মতো পুরস্কারটি পান গুরবানি সিং নামের এক শিক্ষার্থী।

জেএইচ/এমএস

Advertisement