আজ রোববার প্রথমবারের মতো শুরু হচ্ছে বাংলা একাডেমির বইমেলার চট্টগ্রাম পর্ব। আয়োজকরা বলছেন ঢাকার পরেই সবচেয়ে বড় বইমেলা বসতে যাচ্ছে চট্টগ্রামে। মেলা চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।
Advertisement
বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ জাগো নিউজকে বলেন, ‘এবারের চট্টগ্রামের বইমেলায় ৬ শতাধিক শিরোনামে প্রায় ২০ হাজার বইয়ের সম্ভার নিয়ে এ বইমেলা শুরু হবে। চট্টগ্রামের মনীষি-সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস বিষয়ক ৫০টি বই থাকছে মেলায়।’
‘উল্লেখযোগ্য বইয়ের মধ্যে থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা, বাংলা একাডেমি ইংরেজি বাংলা অভিধান, আধুনিক বাংলা অভিধানসহ অন্যান্য অভিধান, গবেষণামূলক চিরায়ত সাহিত্য, ইতিহাসবিষয়ক বই।’
নগরের জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৪টায় এই বইমেলার উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের সংগঠক লেখক ও নারী নেত্রী বেগম মুশতারি শফি। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন অধ্যাপক ড. অনুপম সেন।
Advertisement
ড. জালাল আহমেদ বলেন, ‘বাংলা একাডেমি থেকে প্রথম প্রকাশিত বই চট্টগ্রামের মানুষ ড. আহমেদ শরীফের। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালকের দায়িত্ব পালন করেন ড. মুহাম্মদ এনামুল হক। এতে করেই বোঝা যায় বাংলা একাডেমির সাথে চট্টগ্রামের মানুষের প্রাণের সম্পর্ক আছে। তিনি চট্টগ্রামে বইমেলার সকলের প্রাণবন্ত উপস্থিতি কামনা করেন।’
আজ সকালে পটিয়ার সুচক্রদণ্ডি গ্রামে আব্দুল করিম সাহিত্য বিশারদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও হুলাইন গ্রামে পুঁথি সংগ্রাহক আবদুস সাত্তার চৌধুরীর সংগ্রহশালা পরিদর্শনের মাধ্যমে বইমেলার কর্যক্রম শুরু হয়েছে।
বইমেলায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত চট্টগ্রামের লেখকদের বই ও চট্টগ্রাম বিষয়ক বইয়ের আলাদা একটি কর্নার থাকবে বলে জানান বাংলা একাডেমির পরিচালক।
আবু আজাদ/এসআর/পিআর
Advertisement