বইমেলায় এসেছে গাজী মুনছুর আজিজের ভ্রমণগল্প ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’। বইটির প্রকাশনা উৎসব ২৩ ফেব্রুয়ারি বিকেলে প্রান্ত প্রকাশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুইবার এভারেস্টজয়ী বাংলাদেশি এম এ মুহিত।
Advertisement
সাংবাদিক-গবেষক ড. কাজল রশীদ শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ভ্রমণ বাংলাদেশের সাধারণ সম্পাদক রবিউল হাসান খান মনা। উপস্থিত ছিলেন কবি আল মামুন, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এস এম মিজান ও সাংবাদিক শরীফ প্রধান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকাশক আমিনুর রহমান।
অতিথিরা বলেন, লেখক পাখি দেখতে দেশের বিভিন্ন উপকূল, হাওর, বন-বাদাড় ঘুরেছেন। সেই বর্ণনা তুলে ধরেছেন বইটিতে। এ ছাড়া লেখক বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হকের সঙ্গে পাখি দেখেছেন দেশের বিভিন্ন প্রান্তে। বার্ড ক্লাব উপকূল, হাওরসহ বিভিন্ন জলাশয়ে জলচর পাখিশুমারি, পাখির পায়ে রিং পরানো, পাখির পাখায় স্যাটেলাইট ট্রান্সমিটার স্থাপন, পাখিমেলা, পাখির আলোকচিত্র প্রদর্শনীসহ পাখিবিষয়ক বিভিন্ন গবেষণা করে থাকেন। বার্ড ক্লাবের সদস্য হিসেবে লেখক এসব কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। ফলে পাখিবিষয়ক নানা তথ্য উঠে এসেছে বইটিতে। পাশাপাশি স্থানীয় খাবার, লোকজ সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের বর্ণনাও রয়েছে।
লেখক জানান, মূলত বাংলাদেশে আবাসিক ও পরিযায়ী মিলিয়ে প্রায় ৭৩০ প্রজাতির পাখির বসবাস। ৩৩০ প্রজাতি আবাসিক। বাকিগুলো পরিযায়ী। তবে সব পাখি সব সময় সব স্থানে বসবাস করে না। নির্দিষ্ট পাখি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানেই বসবাস করে। ফলে লেখকও বছরের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে পাখির খোঁজে ছুটেছেন। এসব গল্পই পাঠকের সামনে হাজির করেছেন। গল্পের পাশাপাশি পাখিসহ বিভিন্ন আলোকচিত্র স্থান পেয়েছে।
Advertisement
লেখক-গবেষক গাজী মুনছুর আজিজের নেশা ভ্রমণ। ঘুরে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ঘুরতে গিয়ে সেখানকার নদীর পানিতে শরীর ভেজানো তার আরেক নেশা। মাঝেমধ্যে বের হোন সাইকেল অভিযানে। দেশের বাইরেও যান। লেখালেখি করছেন ভ্রমণ, পাখি-প্রকৃতি, লোকসংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য ও খাবার নিয়ে।
তার উল্লেখযোগ্য বই: রূপসী বাংলার রূপের খোঁজে; ভ্রমণের দিন; বাংলাদেশ ভ্রমণসঙ্গী; ভুটান দার্জিলিং ও অন্যান্য ভ্রমণ; অনন্য আরব; পজিটিভ বাংলাদেশ; ফাদার মারিনো রিগন; ৭১-এর খণ্ডচিত্র; অজানা অজন্তা; হজ ও ওমরাহ গাইড; নান্দনিক নেপাল। সম্পাদনা করছেন ছড়াবিষয়ক ম্যাগাজিন ‘ঈদ উৎসব’।
এভারেস্টজয়ী প্রয়াত বন্ধু সজল খালেদ স্মরণে প্রতি বছর কক্সবাজারের মেরিন ড্রাইভে তিনি একক ম্যারাথন করেন। যুক্ত আছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সঙ্গে। ২০০১ সালে তিনি চাঁদপুরে প্রতিষ্ঠা করেন মুনছুর গাজী ফাউন্ডেশন। এর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান, বই বিতরণ, বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা, পাঠাগার পরিচালনা, ইলিশ আড্ডাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে প্রান্ত প্রকাশনের ৭৪৯-৭৫০ নম্বর স্টলে। দাম রাখা হয়েছে ২৫০ টাকা।
Advertisement
এসইউ/জিকেএস