খেলাধুলা

চ্যাম্পিয়ন হতে গিয়ে এমন ফল? শান্ত বললেন ‘স্বপ্ন দেখতেই হবে’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে বড় মুখ করে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছেন।

Advertisement

এর আগে হেড কোচ ফিল সিমন্সও বলেন, চ্যাম্পিয়ন হতে পারব, যদি এই বিশ্বাস না থাকতো; তবে আমি এই দলের সঙ্গে থাকতাম না।

তবে তাদের সেই বড় বড় কথা বাস্তবতার ধারেকাছেও নেই। বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হারের পর বিদায় নিশ্চিত হয়ে গেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আসার আগে বলেছিলেন, এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামবে বাংলাদেশ। সেই ঘোষণা কি দলের উপর বাড়তি চাপ তৈরি করেছে কিনা?

Advertisement

সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠতেই বাংলাদেশের অধিনায়কের জবাব, ‘আমার মনে হয় না। দলের প্রত্যেক খেলোয়াড় এই বড় স্বপ্নটা নিয়েই এখানে এসেছিল। আমার মনে হয় বড় স্বপ্ন যদি না দেখি, তাহলে খেলব কীভাবে?

শান্ত যোগ করেন, ‘হ্যাঁ, আশানুরূপ ফল হয়নি, কিন্তু স্বপ্নটা বড় দেখতেই পছন্দ করি। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটার জন্য কাজ করতে হবে। টুর্নামেন্টে আশা নেই, তবে পরের ম্যাচে ফোকাস করতে চাই। কীভাবে ভালো করা যায়, দেখতে হবে।’

এমএমআর/জিকেএস

Advertisement