ক্যাম্পাস

তালা ভেঙে বাসভবনে কুয়েটের ভিসি, ফের তালা ঝোলালেন শিক্ষার্থীরা

২১ ফেব্রুয়ারি কুয়েটে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল (২৪ ফেব্রুয়ারি) সেই তালা ভেঙে বাসভবনে ঢুকেছেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। এ সংবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে ১০টার মধ্যে তাকে বের হয়ে যেতে আলটিমেটাম দিয়েছিলেন। তবে তাতে কাজ না হওয়ায় ফের ওই গেটে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।

Advertisement

এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা কুয়েটের শিক্ষার্থীদের ওপর চাপাতি, রামদা, পিস্তল দিয়ে নৃশংস হামলা চালায়। তার পরিপ্রেক্ষিতে আমরা, কুয়েটের সব শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করি। আলটিমেটাম দেওয়ার পরও শিক্ষার্থীদের দাবি না পূরণ করায়, শিক্ষার্থীদের সঙ্গে বারবার মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নেওয়ায় কুয়েটের শিক্ষার্থীরা ভিসিকে বর্জন করে। গত ২১ ফেব্রুয়ারি কুয়েটের সব শিক্ষার্থী মিলে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। গতকাল (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টায় খবর আসে, ভিসির বাসভবনের তালা ভেঙে ফেলা হয়েছে। কিছু শিক্ষার্থী সেখানে যায় এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে।

আরও পড়ুন উপাচার্য ঢাকায়, বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মাসুদ স্যার আমাদের ভিসি না, আমরা মাসুদ স্যারকে ভিসি হিসেবে বর্জন করেছি। তাই মাসুদ স্যার ভিসির বাসভবনে ঢুকতে পারবেন না। ভিসির বাসভবনে যারা অবস্থান করছে, ভিসিসহ তাদের বেরিয়ে যাওয়ার জন্য, আমরা আজ (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০টা পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। এরপর আমরা আমাদের স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে আবার ভিসি বাসভবনে তালা লাগিয়ে দেবো। মাসুদ স্যারের কোনো অধিকার নেই ভিসি বাসভবনে থাকার। আমরা আমাদের নতুন ভিসির জন্য ভিসি বাসভবন সংরক্ষণ করবো।

এদিকে, শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটা পর্যন্ত আলটিমেটাম দিলেও ভিসি বাসভবন ত্যাগ করেননি। শিক্ষার্থীরা একপর্যায়ে বিক্ষুব্ধ হয়ে বেলা পৌনে ১২টায় বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দেন।

Advertisement

এ বিষয়ে উপাচার্জ অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের মুঠোফোনে কল করলেও তাকে পাওয়া যায়নি।

মো: আরিফুর রহমান/এমএইচআর/জিকেএস