কৃষি ও প্রকৃতি

কোন জেলায় কী ফল গাছ লাগাবেন

সব ফল গাছ সব অঞ্চলে ভালো হয় না। এ ক্ষেত্রে গাছের পারিপার্শ্বিক উপযোগিতা বিচার করতে হয়। কারণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মাটি ও আবহাওয়ার বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। ফলে পরিবেশ, অর্থনীতি, ফলশিল্প এবং সামাজিক বিষয়ের ওপর নির্ভর করে ফল চাষ করতে হয়।

Advertisement

আসুন দেখে নেই প্রধান প্রধান ফলের বাণিজ্যিক উৎপাদনকারী জেলাসমূহের একটি তালিকা—

কলামুন্সীগঞ্জ, নরসিংদী, বগুড়া, রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাঙ্গামাটি, বান্দরবান ও ময়মনসিংহ।

পেঁপেরাজশাহী, পাবনা, নাটোর, যশোর, খুলনা, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।

Advertisement

আরও পড়ুন- লেবু-মাল্টা চাষে মোসলেমের স্বপ্ন পূরণ 

আমচাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, গাজীপুর, রাঙ্গামাটি ও রংপুর।

লিচুপাবনা, দিনাজপুর, রাজশাহী, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ ও পঞ্চগড়।

কাঁঠালচট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, রাঙ্গামাটি, দিনাজপুর, নাটোর, পঞ্চগড়, হবিগঞ্জ, মৌলভীবাজার, নরসিংদী ও কুষ্টিয়া।

Advertisement

আনারসসিলেট, টাঙ্গাইল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও নরসিংদী।

তরমুজচট্টগ্রাম, কক্সবাজার, ঠাকুরগাঁও, নাটোর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা, পটুয়াখালী ও রাজবাড়ী।

আমড়াবরিশাল, ঝালকাঠী, মাদারীপুর, পিরোজপুর ও যশোর।

পেয়ারাবরিশাল, ঝালকাঠী, পিরোজপুর, যশোর, পাবনা, গাজীপুর, কুমিল্লা, রংপুর, নাটোর, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

আরও পড়ুন- পেয়ারার শত্রু ছাতরা পোকা

নারিকেলপটুয়াখালী, খুলনা, বাগেরহাট, ভোলা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফরিদপুর, মাদারীপুর, রংপুর ও নাটোর।

লেবু জাতীয় ফলসিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, পাবনা, নাটোর, রাঙ্গামাটি, রংপুর, পঞ্চগড় ও খাগড়াছড়ি।

কুলপাবনা, রাজশাহী, রংপুর, গাজীপুর, কুমিল্লা, বরিশাল ও সিলেট।

এসইউ/আরআইপি