দেশজুড়ে

তৃতীয় শ্রেণির নাহিদকে হত্যার অভিযোগ পঞ্চম শ্রেণির দুজনের বিরুদ্ধে

নাটোরের সিংড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে নাহিদ ইসলাম (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরে হত্যার অভিযোগ উঠেছে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ ইসলাম উপজেলার বড়গ্রাম পূর্বপাড়া গ্রামের হাফিজুল ইসলাম ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, টিফিনের সময় বিদ্যালয় মাঠে অনেকে খেলছিল। এসময় সহপাঠীদের ফুটবল খেলতে দেখে অংশ নিতে চায় শিশু নাহিদ। তবে তাকে খেলতে নেবে না বলে তাড়িয়ে দেয় পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী। এ নিয়ে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী তাকে এলোপাতাড়ি আঘাত করে এবং গলা জাপটে ধরে। এরপরই মাটিতে লুটিয়ে পড়ে নাহিদ। পরে স্বজনরা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

Advertisement

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য দুই শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

রেজাউল করিম/এসআর/এমএস