দেশজুড়ে

ফখরুদ্দীনের মতো আপনার অপমানজনক বিদায় চাই না

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ফখরুদ্দীনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না। আপনাকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে চাই। তাই নির্বাচন দিন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

Advertisement

আযম খান আরও বলেন, এই সরকারের আমলে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। সারাদেশ চুরি, ডাকাতি, রাহাজানিতে ভরে গেছে। বিদেশি বিনিয়োগ কমে গেছে। সব রাষ্ট্র অপেক্ষা করছে নির্বাচিত সরকার এলে বিনিয়োগ করবে। নির্বাচিত সরকার ছাড়া সমৃদ্ধি, গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। দেশের মানুষের জন্য নির্বাচন চাই।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় সমাবেশে এসব কথা বলেন তিনি।

প্রধান বক্তার বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। তাই অবিলম্বে সরকারকে নির্বাচন দিত হবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী, ছাবিনা ইয়াসমীন ছবি প্রমুখ।

Advertisement

রেজাউল করিম রেজা/এসআর/এমএস