সাহিত্য, সামাজিকবিজ্ঞান, প্রকৌশল, দর্শন, বিজ্ঞান, ভাষা, ব্যবসা। পড়ার বিচিত্র বিষয়ের বিভাগ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু একজন শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়বেন, কীসে পড়ে ক্যারিয়ার বেছে নিতে পারবেন, এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের প্রয়োজন বিস্তারিত তথ্য আর যথাযথ পরামর্শ। পাবলিকের পাশাপাশি দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়েও আমরা ধারাবাহিকভাবে জানছি। জেনে নিন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস্ বাংলাদেশে (ইউল্যাব) কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি দিচ্ছে।
Advertisement
ইউল্যাবকে একটি শিক্ষার্থীকেন্দ্রিক প্রতিষ্ঠান বলে পরিচয় করিয়ে দেয় বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞানের পাশাপাশি তাদের ব্যবহারিক জ্ঞানের ওপর বিশেষ গুরত্ব আরোপ করা হয়। এরই অংশ হিসেবে বিভিন্ন বিভাগের অনেকগুলো প্রোগামে আছে প্রজেক্ট, ইন্টার্নশিপ ও অভিজ্ঞতামূলক শিক্ষার সুযোগ।
ইউল্যাবে যেসব অনুষদ ও বিভাগ থেকে ডিগ্রি অর্জন করতে পারবেন১. ব্যবসায় শিক্ষা অনুষদ (স্নাতকোত্তর ও নির্বাহী স্নাতকোত্তর অন্তর্ভূক্ত) ২. গণমাধ্যম ও সাংবাদিকতা (স্নাতকোত্তর ডিগ্রি অন্তর্ভূক্ত)৩. কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (স্নাতক)৪. ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল (স্নাতক)৫. বাংলা ভাষা ও সাহিত্য (স্নাতক)৬. মানবিক অনুষদ (কলা ও ইংরেজিতে স্নাতকোত্তর অন্তর্ভূক্ত)
বিশ্ববিদ্যালয়টির প্রশাসন আরও জানায়, ইউল্যাবের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাবগুলো উন্নতমানের শিক্ষার পরিবেশ তৈরি করে। শ্রেণিকক্ষগুলোতে স্মার্ট বোর্ড ও অডিও-ভিজ্যুয়াল রিসোর্স আছে। ব্যবহারিক শিক্ষার জন্য আছে অত্যাধুনিক ল্যাব। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
Advertisement
১. অ্যানালগ ও ডিজিটাল সিস্টেম ল্যাব২. টেলিকমিউনিকেশন ল্যাব৩. মিডিয়া ল্যাব৪. রেডিও ল্যাব৫. আইওটি ল্যাব৬. এসএলপি এবং মেশিন লার্নিং রিসার্চ ল্যাব৭. এসিএম কম্পিউটিভ প্রোগ্রামিং ল্যাব৮. ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ল্যাব
এই বিশ্ববিদ্যালয়ে আছে ২২টি সক্রিয় ক্লাব। এর মধ্যে অন্যতম সিনেমাস্কোপ, ইউল্যাব টিভি, ইউল্যাব নিউজপেপার, রেডিও ক্যাম্পবাজ, শাটারবাগ, পিআরফরইউ ইত্যাদি।
শিক্ষাজীবনকে উপভোগ করার পাশাপাশি ক্যারিয়ার বিষয়েও প্রস্তুত হওয়ার সুযোগ পান ইউল্যাবের শিক্ষার্থীরা, যা এখন সময়ের চাহিদা। শিক্ষার্থীদের জন্য এখানে আছে ক্যারিয়ার কাউন্সিলিং ও প্লেসমেন্ট সুবিধা। এছাড়াও শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দেওয়া, উন্নয়ন কর্মশালা, দক্ষতা বৃদ্ধি সেশন আয়োজন করা হয়।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ যে অনেক বেশি বর্তমান বাজারে, তা বলাই বাহুল্য। তবে প্রতিভাবান ও যোগ্য শিক্ষার্থীদের জন্য বিভিন্ন মাত্রায় স্কলারশিপ, ওয়েভার ও আর্থিক সহায়তার ব্যবস্থা আছে ইউল্যাবে। অ্যাকাডেমিক কৃতিত্বের ভিত্তিতে শতভাগ স্কলারশিপও পাওয়া সম্ভব।
Advertisement
ইউল্যাবের নাম বর্তমানে প্রায় সব শিক্ষার্থীরাই জানেন, অনেকেই হয়তো ভর্তি হওয়ার পরিকল্পনাও করে ফেলেছেন আগেই। তবুও এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য পেতে বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারেন।
এএমপি/আরএমডি/এমএস